তোমার সাথে বিবাদ কালে
তুমি জলাজমি।
কুশল খবর না পাই যখন
তুমি মরুভূমি ।
তোমার সাথে ভাব যখন
গ্রীষ্মে ডাবের পানি।
যেমন বলো তেমন করি
সব কিছুই মানি।
-------------------------
২৫-১০-২০১৭ ইং ;
৭ ই কার্তিক ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।