নিভে গেলো কাল
সুদীপ এর দীপ।
ষষ্ঠীতে জ্বালিয়ে
যে দীপ নামকরণ
হলো তোমার সুদীপ।
প্রফেশন দিলো তোমায়
মৃত্যুর দিকে ঠেলে।
তোমার রক্ষকই
আজ হলো ভক্ষক।
তোমার নিরস্ত্র শরীর
টি.এস.আর এর
গুলিতে হলো ঝাঁঝরা।
না জানি কোন্ গোপন
তথ্য প্রকাশের করেছিলে
আয়োজন। সে আয়োজন
হলো কাল।তাইতো
প্রাণ হারাতে হলো
তোমায় অকালে।
মৃত্যুতেও দিলে
তুমি আরো নতুন
কতো তথ্য। তুমি
জীবনে-মরণে
করে গেলে কাজ।
তুমি সফল সাংবাদিক।
২২ -১১-২০১৭ ইং ;
০৫ রা অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।