ও সই
বলি তোরে
সুধাও তারে
আমার মর্ম কথা।

শ্যাম আমায়
ভালোবেসে
কাছে এসে
দিলো কেনো ব্যথা।


০৪-০৬-২০১৮ ইং ;
২০ ই জ্যৈষ্ঠ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা,
ভারত।