মডার্ন যুগ চলছে তাই,
নিত্য নতুন প্রযুক্তি চাই।
পটল তুললো পায়ে হাঁটা,
ঘরে বাহন কয়েক গোটা।
যা আছে সব লেটেষ্ট হবে,
মডার্ন লোকে বলবে তবে।
আধুনিক সব জিনিস পত্র,
সুখ পাখিটা ধরে ছত্র ।
স্কুটি বাইক বন্ধু সাথে।
ডি এস এল আর ক্যামেরা হাতে।
নিমগ্ন সব খুশির কোলে,
পড়ছে ঢলে চাবি ভুলে।
খোঁজ পড়লো বাঁধলো রৈ
স্কুটির চাবি গেলো কৈ।
সবাই মিলে খোঁজলো চাবি,
পা কাটলো, খেলো খাবি।
পায়নি ফিরে হারানো ধন।
এক্সপার্ট ডেকে খুল্ল ক্ষণ।
টুকরো টুকরো পার্ট খুলে,
সেলফি উঠলো সবে মিলে।
চাবি ভাঙ্গা স্কুটির সাজ,
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আজ।