প্রণাম জানাই  মাগো
                     শ্রী শ্রী শীতলা।
বসন্ত থেকে রক্ষা
                     করো মা চঞ্চলা।
চৈত্রের দাবদাহে
                     সর্ব অঙ্গ জ্বলে।
জুড়াক শরীর মাগো
                     নীমের ফুলেফলে।
হবিয্যান্ন করে মোরা
                     উপবাস রাখি।
পূজি তোমায় ভক্তিভরে
                     শনি মঙ্গল দেখি।
অঞ্জলি ভরি মাগো
                     ফুল দূর্বা নিয়া।
বিল্বপত্র হোমযজ্ঞে
                      ঘৃতমধু দিয়া।
দধী, দুগ্ধ,জল,তেল
                      দিলাম স্মরণে।
প্রণাম জানাই মাগো
                       তব শ্রীচরণে।


রচনাকাল :-
৩১-০৩-২০১৮ ইং
১৬ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।