গোলাপের পাপড়ি গাড়ো লাল এখনো
বৃন্তকে আর দৃঢ় রাখা গেলো না,
দক্ষিণা বাতাসে চুল এলোমেলো
রূপসীর হাসি মাখা রুপ ম্রিয়মান।
কুকিল ডেকেছিলো দীর্ঘ একটানা
পলাশ গাছের শুকনো শাখায়,
একে একে ঝরছে শিমুল,
সবুজের মাঝে লাল সমারোহে।
শহীদ মিনার আজো জাগে দিনরাত।
শহীদেরা চির জাগ্রত, জেগে থাকো,
আমার কবরীর ফুল ঢলো ঢলো
আমার দুচোখ জুড়ে শুধু ঘুম ।
আমি শুয়ে যাই...