তোমাদের শুভ পদার্পণে ;
মোদের এই বিদ্যায়তনে,
ধন্য হলো বাতাস মাটি,
সে যে সোনার চেয়ে খাটি।

তোমাদের শুভ পদার্পণে  ;
মোদের এই শিক্ষায়তনে,
ধন্য সকল ছোট্ট শিশু,
যাতে লীন খ্রিষ্ট যিশু।

তোমাদের শুভ পদার্পণে
মোদের এই বিদ্যাভবনে
ধন্য হলাম সকল জনে,
ধন্য মোরা মনেপ্রাণে।

তোমাদের শুভ পদার্পণে
মোদের এই বিদ্যা কাননে,
বিকশিত হলো চেতনা।
অন্তরপথে নব সূচনা।

তোমাদের শুভ পদার্পণে
মোদের এই বিদ্যা অঙ্গনে,
জ্বালিয়ে মোমের আলোক দ্যুতি,
উদ্ভাসিলো জ্ঞান জ্যোতিঃ।

মুছে নিয়ে গ্লানির সিন্ধু
ধরায় ছড়াও মোতির বিন্দু,
জাগবে নভে পূর্ণ ইন্দু
জীবন গড়বো সুশুভেন্দু।




রচনাকাল :-
১৯-০৪-২০১৮ ইং
৫ বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।