পাক ধরেছে কালো চুলে
চুল যে হলো সাদা।
আয়নার সামনে দাঁড়ালে পরে
দেখায় কেমন হ্যাঁদা।
ট্রেনে বাসে হাটে বাজারে
ছেলে মেয়েরা আসি,
বসতে দেয় প্রণাম জানায়
ডাকে আমায় মাসী।
কেহ ডাকতো ছোট বোন
কেহ ডাকতো দিদি।
এখন আমায় আন্টি ডাকে
আমি দুঃখে কাঁদি।
বাড়ির সবার ছোট মেয়ে
বয়স ছিলো নয়,
নাইন ইয়ার্স ওল্ড বলেছি
সে দিন মনে হয়।
বয়স কমাতে স্মার্ট দেখাতে
চুলে কলপ লেপে,
কাজের মাসি মঞ্জুবতী
তাকে ধরি চেপে।
ঘরের যতো কাপড় চোপড়
চিরুনি তোয়ালে আর,
দারুণ কলপের চোটে
সব ছার খার।
ঘাড়ে গালে নাকেমুখে
কলপের কালো দাগ,
পাকা চুলে কলপ লেপে
সৌন্দর্যের সোহাগ।
রচনাকাল :-
২৭-০৩-২০১৮ ইং
১২ চৈত্র, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।