সন্দেহ, তোমার শুধুই সন্দেহ!
এতো সন্দেহ নিয়ে ঘর করা তো দূর,
একত্রে পথ চলাও কঠিন।
ভালোবাসা, শুধু নামেই।
সন্দেহের ঢিপিতে ভালোবাসার সমাধি।
যা দেখতে পাচ্ছ,
তা ভালোবাসার অস্থি চর্মহীন কঙ্কাল।
তোমার বিশ্বাসের মাটি বড্ড ফাঁপা।
সে মাটিতে কমল না ফোটে
বিষাক্ত গরল বাসা বাঁধলো।
সে গরলের অনলে ভালোবাসা
পুড়ে হলো সাদা ছাই।
অনেক পথ চলা এখনো বাকি।
গন্তব্য আরো বহু দূরে।
এখনো সময় আছে।
তুমি হও ধনন্তরী।
নাও মৃতসঞ্জীবনী।
কঙ্কালে রক্ত মাংস ঢেলে
প্রাণের সঞ্চার করো।
প্রেমের বারিতে অনল ভস্মীভূত কর।
প্রেমনগর হোক পুনঃ শস্য শ্যামলা নির্মলা।
------------
০২-০৭-২০১৮ ইং ;
১৭ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।