ও পাড়ার রঞ্জিত ব্যাটা,
ব্যাটা ভাই বড্ড ঠ্যাটা।
ব্যাটা একটা আস্ত লোভী,
টাকার হিসাব বুঝে খুবি।
পুঁথি পত্রের বিদ্যা নাই,
হিসাব নিকাশ পাই পাই।
মস্ত ফিসারি নিলো লীজ,
তাতে ছাড়লো মাছের বীজ।
বস্তায় বস্তায় খাবার সার,
ঢালছে জলে বার বার।
জলের তলে হলো গ্যাস,
মাছের গোষ্ঠী মরে শেষ।
তাই না দেখে বক মশাই,
বার্তা খানি দিলো পাঠাই।
দলে দলে সাদা বক,
এলো ডেকে কক্ কক্।
ঘাড় নেড়ে মাছ খায়,
কেউবা নেচে গেয়ে যায়।
সাদা বকের বসলো মেলা,
দেখে সোনার কাটে বেলা।
রঞ্জিত ব্যাটা খবর পেয়ে,
গুলতি নিয়ে আসলো ধেয়ে।
গুলতি পর গুলতি মারে,
বক পালায় দ্রুত উড়ে।
চলে গেলে বকের দল,
সোনার চোখে এলো জল।
০৩-১০-২০১৭ ইং ;
১৬ ই আশ্বিন ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।