সময় লতা লজ্জা বতীর
ছুঁইলেই বুজে যারে ।
কাজ নেই  যার দিনেরাতে
সময় খুঁজেন তারে।

সময় খেলেন লুকোচুরি
সদা আমার সাথে।
চোখ বেঁধে লুকিয়ে যান
বজ্র পড়ে মাথে।

সময় আমার সোনার হরিণ
নাচে আমার পাশে।
শ্রীরাম কোথায় পাবো আমি
ধরবে সময় ঠেসে।

সময় আমার মরু ভূমির
চিক্ চিক্ মরীচিকা।
ধরতে গেলে উড়ে পালায়
যেমনি উড়ে চামচিকা।

সময় আমার সাগর জলের
অথৈ নোনা পানি।
পেট ভরিয়ে পান করেও
তৃষা গলা খানি।

সময়ের আমি নাচের পুতুল
সময়ের হাতে দড়ি।
যেমন খুশি টানতে থাকে
বাঁচি কিংবা মরি।

     ------


২৫-০৭-২০১৮ ইং ;
৮ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।