সুখ খুঁজো বৃথাই তুমি
ঐশ্বর্যের মাঝে।
অভিনয়ে সুখ দেখাও
বারোয়ারি সাজে।

কোন নারী পরিল কতো
নামি দামি শাড়ী।
কয়তলা কার বাড়ী
কার কয়টা গাড়ী।

অপরের সম্পদের
করে তুমি ফলো।
ছোটখাটো সুখগুলো
পায়েতে দলো।

তুমার কাছে আছে যাহা
তাতে সুখ খুঁজো।
সাথিকে সাথে নিয়ে
সেই সুখে মজো।



২৭ -১১-২০১৭ ইং ;
১০ ই অগ্রহায়ণ   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।