একই পথের পথিক মোরা
একই নৌকার যাত্রী।
একই ভাবে দিবস কাটে
একই ভাবে রাত্রি।
ভিন্ন বাগিচার দায়িত্বে মোরা
ভিন্ন ভিন্ন মালী।
রোপণ করা চারা গাছ
যতন করে পালি।
চয়ন করা ফুল রাশি
সুসমাজের ছায়।
সৌরভ বিলায় সে ফুল
আপন মহিমায়।
যাত্রাপথে যদি আসে
ঝড়ঝঞ্জার কাল।
শক্ত হাতে ধরবো বৈঠা
ছাড়বো না কো হাল।
সকল বাঁধা ছিন্ন করে
আঁধার করবো দূর।
আলোর দ্যুতি ছড়িয়ে মোরা
আনবো নতুন ভোর।
সমাজ সেবায় ব্রতী মোরা
জাতির মেরুদণ্ড।
সকল সর্তেই রাখবো মোরা
শিক্ষার মানদণ্ড।
---------
রচনাকাল :-
১৯-০৪-২০১৮ ইং
৫ বৈশাখ , ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।