দিশায় চলো হিসেব করে
রোধে তোমায় কে।
সফল সুফল হাত মিলাবে
তোমার কাছে গিয়ে।
যত্ন করে রত্ন গড়
তত্ত্ব হবে নানা।
দূরে নহে কাছে ঘুরে
পরম আপন জনা।
একেই বলে কপাল গুণ
যা কপালে লিখন।
জল চাইলে সাদা ভাত
সাথে রবে মাখন।
হাসতে হাসতে পেটে খিল
পেটেরকি আর দোষ।
সুযোগ পেতে ভালো মানুষ
হারায় নিজের হুশ।
******