তোমরা চেয়েছিলে সেদিন
আমার কাছে সুগন্ধি তাজা গোলাপ।
বলেছিলে যাবার বেলায় শেষ চাওয়া।
আমি চেয়েও পারিনি দিয়ে।
এক দমকা হাওয়া এলোমেলো করে
বিচ্ছিন্ন করে দিলো সব।
আমার হাতের গোলাপ পাখনা মেলে
উড়ে গেলো কোন সে দূরে।
আমি হতবাকের মতো চেয়ে রইলাম শুধু।
বাতাসের বেগে ভূমিতে লুটানো কিছু
মালতী কুড়িয়ে তোমাদের দিলাম।
তার পর বনের ঝড় ফুরিয়ে ;
শুরু হলো প্রবল মনের ঝড়।
সে আমার কানে কানে
গান শুনালো,কুড়ি ধরালো।
সে কুড়ি আজ সুগন্ধি তাজা গোলাপ।
এ গোলাপ শুধু তোমাদের জন্যে।
১২-০৭-২০১৮ ইং ;
২৭ আষাঢ় ; ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।