হে শিক্ষক,হে কবি, শিল্পী
তুমি এমন করে নীরবে,
মায়ার বাঁধন ছিঁড়ে নিলে
সকল কর্মযজ্ঞ শেষে।

নব জাতকের তরে
নিজ আসন ছেড়ে
চলে গেলে বহু দূরে
ঐ সুখ তারাদের দেশে।

সম্মুখ সমরে তুমি
জয়ী ছিলে সদা,
যাও নি কখনো
পিছু পা হয়ে।

তুমি সুকর্মে  স্বজ্ঞানে,
সৃজনশীল সংস্কৃতিতে
স্থান লয়ে আছো
সবার হৃদয়ে হৃদয়ে।

তোমার প্রয়াণে
সব ফাঁকা লাগে,
ভুলিবো কেমনে
বিয়োগ ব্যথা।

মোরা শঙ্কিত সদা
দুর্যোগ কালের
হারিয়েছি এক
অন্যতম ছাতা।


১০-০৯-২০১৭ ইং ;
২৪ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।


বি:দ্র: =ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবিসাহিত্যিক বিদ্যাসাগর পুরষ্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তি প্রয়াত অমরেন্দ্র শর্মা মহাশয়ের উদ্দেশ্যে
আয়োজিত আজকের স্মরণ সভায় আমার ক্ষুদ্র প্রয়াস।