আমি তোমায় দেখেনি বাপু;
নামটিও শুনিনি এর আগে।
তুমি এক প্রণম্য কবি।
অবশ্য আমার দৌড় আর কতটুকু।
সাগর দেখেছি অনেক।
কিন্তু তার গভীরতা মাপা
আকাশ কুসুম কল্পনা ছাড়া
আর কিছুই নয়।
আজ তোমার স্মরণ সভা,
ছবিতে ফুলের মালা,
চারদিকে ধুপ দীপ ও গুণিজনেরা।
নয়নের সম্মুখে তুমি নেই,
তুমি আছো স্মরণে মননে
নিশি দিন প্রভাতে সাঁঝে
যতোদিন তোমার সৃষ্টিরা রবে জেগে।
তোমার যত্নশীল সৃষ্ট ফসলের অংশ,
আজ যতটুকু পারি কুড়িয়ে নিয়ে,
সেই পুজিতেই অংশীদারি আমি
তোমার শ্রদ্ধানিবেদিত স্মরণ সভায়।
*****
বি:দ্র: =ত্রিপুরার ধর্মনগরবাসী কবি সুনীল ভৌমিক গত ১২ ই এপ্রিল ২০১৯ পরলোকগমন করেছেন। আমি ব্যক্তিগত ভাবে চিনি নি।
কাল স্মরণসভায় আমিও আমন্ত্রিত, ফলে
কাল পাঠের জন্য এই লিখাটি তৈরি করেছি...