দুয়েল বসে ঝিঙে ঝাড়ে
হলুদ ফুলের গয়না পড়ে।

কোকিল ডালে ধরলো গান
ধনেশ সোনার গালে পান।

শালিক চোখে কাজল মাখে
রামধনুকের ঢেউটি আঁকে।

টিয়ে পড়ে সবুজ শাড়ি
কাকাতুয়া মাসির বাড়ি।

বুলবুলিটি লেজটা নাড়ে
সাজ বাহারে নজর কাড়ে।

ময়ূর নাচে পেখম মেলে
ফিঙ্গে নাচে অঙ্গঢেলে  ।

কাকের গায়ে কালো চাদর
সভায় হাজির চশমা বাদর।

বাবুইচড়ুই ফেললো দানা
কাঁচা কালাই সবুজ চানা।

বসন্ত আজ শিমুল তলে,
আয়রে মেলায় দলে দলে।
          ----------