তোমাকে তো আমি ভুলেই গেছি।
হয়তো তুমিও তাই।
সেই যে ফোন নম্বর দেবে বলে গেলে,
তার পর আর খবর নেই।
অথচ কলেজে তুমি,আমি আর পারমিতা,
কতো সুন্দর সময় ছিলো তখন,
তাই নয় কি?
চোখে স্বপ্ন ছিলো রঙ্গিন।
স্বপ্ন এখনো দেখি।
তবে স্বপ্নের মোড় ঘুরে গেছে।
হয়তো তোমার ও তাই।
আজ বাইশ বছর পর দেখা....
দেখতে তুমি আগের চেয়েও
অনেক বেশি লাবণ্যময়ী।
সেই প্রাণ খোলা হাসী,গল্প, মজা;
মনের দিক থেকে তুমি
এতটুকু বদলাও নি।
অন্তত আমার মনে হয়েছে।
তবে আমি বদলে গেছি,
অবস্থানের যাঁতাকল আমাকে
আমার থেকে বদলে দিয়েছে।

              ------