হ্যাঁ,আমাকেই দায়িত্ব নিতে হলো এবারো,
পারলাম কৈ ঠেলতে হেড স্যারের কথা!
সারাদিন গাড়িতে উঠা নামা,সুষ্ঠু শৃঙ্খলা
বজায় রাখা,ধূলা-রৌদ্র আর পঞ্চাশটি
ভিন্ন পরিবেশের ছেলে ও মেয়ের দায়িত্ব
নিয়ে ঘুরিয়ে আনা ভীষণ কঠিন ব্যাপার।
কেউ চায় কি এ দায়িত্ব নিতে! কেননা
বিপদ প্রতি পদেপদে। পান থেকে চুন
খসলেই আর রক্ষে নেই।চাকুরী নিয়েও
টান পড়বে।অভিবাবকরা নানান মন্তব্য
শুনিয়ে থাকেন।তাছাড়া যাত্রার আগেপরে
বেশকিছু পদক্ষেপ মাড়াতে হয়,যাক্....
প্রথমে ফ্লাওয়ার মিল,ক্রমে আই.টি.আই,
পলিটেকনিক কলেজ,পোর্টসস্কুল,ইনডোর
স্টেডিয়াম, ইকোপার্কে পরিভ্রমণ শেষে
পরিপূর্ণ আহার সেরে শিক্ষার্থীরা আনন্দে
গান গাইতে লাগলো। ড্রাইভার স্টেয়ারিং
ধরলো সোজা পুনঃ বিদ্যালয়ের অভিমুখে....
রচনাকাল :-
২৮-০৩-২০১৮ ইং
১৩ চৈত্র, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।