রাজনীতি বদলে যায়
বদলায় চিন্তা ধারা।
পুরাতন বদলে আসে
নবো ফল্গু ধারা।
সমাজ, সংস্কার যায় বদলে
হয় তার বিকাশ।
রোজরোজ রচে যায়
নবো ইতিহাস।
কতো নবো নরনারী
চাপিলো বিজয় রথে।
দায়ভার নিলো হাতে
উন্নয়নের শপথে।
কাল যে ছিলো আমজনতা,
আজ সে রানি রাজা।
সবাই মিলে উন্নয়নের
বাজা বাদ্যি বাজা।

     -----

রচনাকাল :-
১০-০৩-২০১৮ ইং
২৫ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।