আমেজ তোমার আমের মতো,
শীতের মজা বলবো কতো।
শীতল দেহে পরম আদর,
শাল সোয়েটার কম্বল চাদর।
জ্বেলে আগুন খড়ির সাথে,
বেগুন পুড়া গরম ভাতে।
কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি,
গরম গরম ফুলকো লুচি।
আলুর দমে ধনে পাতা,
চালের পায়েস কয়েক হাতা।
নতুন চালের মুড়ির মোয়া,
সাথে কাঁঠাল কয়েক কোয়া।
শীতের দিনের আহার ভারি
বিরুন ভাতে নেই কো জুরি।
*****