চারতলা ক্যাবিন, লিফ্ট ব্যবহার নিষেধ।
শুধু মাত্র ডাক্তার ও রোগী এর অধিকারী।
বার বার সিঁড়ি বেয়ে নীচে নামা উঠা দায়।
তাই কাঁচের জানালা আমার সময়ের রসদ।
উপর থেকে নীচের মানুষ গুলোকে বেশ
ছোট ছোট মনে হয়। ছোটছে ক্রমাগত বড়
বড় ব্যাধি নিয়ে।আরোগ্য লাভের আশায়।
নীচে সোজা রাস্তা। অবিরত গাড়ী চলাচল।
মাঝেমাঝেই প্রাণ কাঁপানো অ্যাম্বুলেন্স এর
সতর্ক ধ্বনি।শিলচর মেহেরপুর, মেডিকেল
চত্বর। আশেপাশে অনেক নার্সিং হোম আর
হসপিটাল।রাজ্যের ও বহিঃরাজ্যের রোগীর
ভীড়। কতো রোগী, কতো রোগ,কতো টাকা।
চলছে দিনের পর দিন নাটকের একই দৃশ্য।

রচনাকাল :-
১৮-০৩-২০১৮ ইং
চৈত্র,  ১৪২৪ বাংলা।
ভ্যালী নার্সিংহোম, শিলচড়।
ভারত।