শীত এলো
মজা তাই,
রোদ পোহানোর
অন্তঃ নাই।
মিঠা মিঠা
রোদ হাসে,
বারান্দাটা
যায় ভেসে।
পেয়ালাটা
হাতে নিয়ে।
পান করি
রোদে গিয়ে।
হালকা হালকা
শীতের ছোঁয়া।
খেজুর রসের
মুরির মোয়া।
খাওয়া শোওয়া
ভারি মজা।
স্নানের বেলায়
একটু সাজা।
২৯-১১-২০১৭ ইং ;
১২ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।