আমি বৃষ্টির ফোঁটা ধরে
ঐ দূর গগন পরে
অনন্ত নীলে মিশে যাবো।
আমি বলাকার ডানায় চড়ে
গোধুলি বেলা ভরে
বাদল নগর পাড়ি দেবো।
আমি নদীর তীর ঘেসে
খড়কুটো সম ভেসে
সাগরের মোহনা ছুঁবো।
আমি দোলনাতে দোলে দোল
আকাশ আর ধরাতল
স্বর্গের সেতু রচে নেবো।
রচনাকাল :-
১৭-০৪-২০১৮ ইং
৩ বৈশাখ , ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।