আমিও ছিলাম তোমার
শেষ সহযাত্রী।

ক্ষণিকে ছেয়ে এলো,
ঘোর কালোরাত্রি।

নিমেষে খসিলো কোথা
নয়নের তারা।

সহসা পুরোভূমি
হলো আলোহারা।

নিশ্বাস বায়ু তোমায়
ছাড়িলো হায়!

পুলক বার্তা খানি
বহা হলো দায়।

এ কোন যাত্রা আজি
হলো প্রভাতে।

নিশিথে শবদেহ
ফিরে গৃহেতে।

পথিক করিও ক্ষমা
আমি বড় মূঢ়।

সাথে বসা সহযাত্রী
নিরুপায় বড়।

------