পালা শেষে এবার তোমায় চলে যেতে হবে,
তোমার ঐ হিমালয়ের বসতে যাচ্ছ যাও তবে।
এলে তুমি পৌষালি বাতাসের ভেলায় ভেসে,
আমাদের মজিয়ে দিলে শীতের মজার দেশে।
গরম কম্বল মোড়ে মুরির মোয়ার আমেজ
খেজুর রসের পিঠেপুলি আর সূর্যের সতেজ।
আহা কেমনে দেই বলো গো তোমায় যেতে।
চেয়ে দেখো দিকেদিকে বসন্ত উঠিলো মেতে।
শাখে শাখে নবপল্লব নব আনন্দে মাতিয়া,
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া উঠিলো রাঙ্গিয়া।
ডালের ফাঁকে লুকিয়ে কোকিল কুহুকুহু গাহে,
আম্রকাননে মুকুল ঝরার তান ধরে তাহে।
হোলির রঙ্গে রঙ্গিবে আকাশ,বাতাস ধরনি,
বাসন্তীরঙ্গে রাঙ্গাবে সব বসন্ত বাতাস পরাণি।
তোমাকে রাখিবো না আর মায়ার মোহে ধরিয়া।
মোদের বসন্ত দেখে যাও তোমার পরাণ ভরিয়া।
রচনাকাল :-
২৫-০২-২০১৮ ইং
১২ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।