উষ্ণ তপ্ত সায়াহ্নে অবগাহন,
নক্ষত্র জলকেলিতে নিমগ্ন।
জলাশয় তৃপ্ত বনেদিআনায় ।
সেখানে অনাহুত আমি।
সময়ের সাথে আড়ি ;
নীরব দর্শক নির্জন ঘাটে।
মাঝেমাঝে হাল্কা স্পর্শে
মশগুল হয়ে যাই প্রতিদ্বন্দ্বিতায়।
স্বপ্ন ভাঙ্গার মতো ঢেউগুলো
ভেঙ্গে ভেঙ্গে অদৃশ্য হয়।
ঝাপসা নক্ষত্র আবার পূর্ণতা কুড়ায়।
জলাধার ছেয়েছে আঁধারে,
আকাশ ঢেকেছে তমসায়।
দমকা হাওয়া ধূলো উড়ায়
নক্ষত্রহীন রাতে।
শূন্য গৃহে সাঁঝের প্রদীপ
তখনো পলক ফেলেনি,
হাওয়ার সাথে তাল মিলিয়ে
মত্ত আলোআঁধারি খেলায়।
মুগ্ধ নেত্রে তাকিয়ে দেখি
কুঁড়েঘরে জ্বলছে মোর
লক্ষ হীরার তারা।