সার্কাস দেখতে যাবো আমি
মনে ভারি আনন্দ।
কে জানিত তার মাঝে
আছে নিরানন্দ।

সেজে গুজে নতুন জামা
পড়েছি যে আমি।
সার্কাসের সামনে গিয়ে
গাড়ি থেকে নামি।

হাতের মোবাইল ব্যাগের ভেতর
রাখতে যখন যাই।
রাস্তার পাশে বিশাল গর্ত
দেখতে নাহি পাই।

আধো ছায়া অন্ধকারে
গর্ত গেলো ঢেকে।
চোখ কপালে হাঁটতে গিয়ে
গর্তে গেলাম ঢুকে।

কতো ব্যথা পেলাম তাহা
কোন খেয়াল নাই।
নতুন জামা ছিড়লো কিনা
তাই শুধু চাই।

সার্কাস দেখে ভাবি শুধু
এতো জ্বালা কিসে।
তাকিয়ে দেখি পা ছিড়ে
রক্তে গেলো ভেসে।

ছেলে মেয়েরা সার্কাসেতে
দেখায় কতো খেলা।
সোজা পথে হাঁটতে গেলেও
আমি খাই ঠেলা।


৫-১-২০১৮ ইং ;
২০ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।