বিজনের বিহঙ্গ
জলধির তরঙ্গ
অন্তরিক্ষে ধ্রুবতারা
দেখে কি সর্বহারা।

রেস্তোরার পচাবাসি
আস্তাকুড়েতে বসি
মাছিদের ভ্যানভ্যান
তথায় তাদের ধ্যান।

  ---------------





রচনাকাল :-
৫-০২-২০১৮ ইং
২২ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।