মুছায়ে ক্লান্তি
বিছায়ে শান্তি
আপন কর্ম মাঝে।

মহা কলরবে
সাগরেতে যবে
নবীন শঙ্খ বাজে।

ময়ূর ময়ূরী
ধরে সায়েরী
পুচ্ছ গুছিয়ে শেষে।

নৃত্য ভুলিলো
চিত্ত খুলিলো
কুঞ্জ কানন দেশে।
      -----