এন. ওয়াই. সি
দিলো এক সাঁঝ প্রদীপ
একঝাঁক রমণী'র হাতে তুলি
বাজারের ঐ গলির শেডের নীচে।
চারিদিকে আলোকিত প্রদীপ শিখায়।
সে শিখাতে রমণীদের
তমসা জীবনে হবে সূর্যোদয় ;
শুকতারা জ্বলে উঠবে তাদের গগনে।
চোখের অশ্রু শোকাবে,
ঠোঁটের কোণায় দেখবো হাসির ঝিলিক।
নিত্য উঠবে সূর্য তাদের পুষ্পিত কাননে।
হে রমণী গন শক্ত হাতে ধরো চেপে
বিকাশের প্রদীপ খানি।
জ্বালো,জ্বালো, সমৃদ্ধ হও
একে অপরের সাথে মিলেমিশে।
সঙ্ঘবদ্ধ সে আলোতে তোমরা হবে
আরো বিকশিত,
আরো উজ্জ্বল,
আরো লাবণী।
সেই জ্যোতিতে পাবে..
নারী স্বনির্ভর,
নারী স্বাধীনতা,
নারী মুক্তি।
আর দেশ পাবে শান্তি।
জগৎ হবে চিরশান্তি।
শান্তি,শান্তি শান্তি ।
রচনাকাল :-
১-০২-২০১৮ ইং
১৮ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।