চোখে নেই ঘুমের কণা
হাতে পায়ে অস্থির পনা।
কতো কথা আজও বলে,
কিছু রয়,কিছু ভুলে।
ক্ষণে হাসে,ক্ষণে কাঁদে,
বাঁধা পড়া জরার ফাঁদে।
নার্স ডাক্তার আসে যায়,
মুখে মিষ্টি কর্ম তায়।
মাসী কাকি মধুর বচন,
কুড়িয়ে নেয় উপটোকন।
পুত্র কন্যা আছে সাথে।
বুলিয়ে হাত গায়ে মাথে।
ইনজেকশন নাও ধৈর্য্য ধরে,
শীঘ্র তুমি যাবে ঘরে।



রচনাকাল :-
১৫-০৩-২০১৮ ইং
৩০ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ভ্যালি হসপিটাল,শিলচড়।
ভারত।