সংসার অসার ;
দেহ আর পারছেনা
বইতে সংসারের ভার।
ভরা অগ্রহায়ণ
খেতের জমি এখন
গোচারণ ভূমি।সোনা ধানে
কৃষকের গৃহ স্তূপাকার।
শূন্য গোলা পূর্ণের আশায়
চেয়ে আছে প্রভুর দিকে।
প্রভু রোগ্ন বয়সের কোপে।
ডাক্তারের বিধি নিষেধ ধূলো- রৌদ্র,
কৃষকের চোখে জল ছলছল।
মনে অদম্য জোর,
শরীর মানে না।
অসহায়...
ভীষণ অসহায়....



৩০-১১-২০১৭ ইং ;
১৩ ই অগ্রহায়ণ   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।