খুঁজছি;
শুধু খুঁজছি,
যখন তখন,
যেখানে সেখানে
খুঁজেই চলছি।
উদ্ ভ্রান্তের মতো,
উন্মাদের মতো।

কখনো চিলের
পেছনে পেছনে ছুটে,
কখনো থমকে দাঁড়িয়ে,
স্তব্ধ হয়ে,
আলোতে আঁধারে
সবাকে নির্বাকে,
দিবা নিশিতে
প্রভাতে সাঁঝে,
শুধু, শুধু খুঁজছি
আমার অস্তিত্ব।