পড়ুক চরণধূলি
হে গুণীজন,
মোর দুয়ারে।
আমি খুশিতে
সে ধূলি যতো
নেবো লুটি ।

আমার পথে
যতো ত্রুটি,
অঙ্গুলিত করেছ
আমি গুনে গুনে
ততো শিখেছি।
আবারো ভুল,
ভুলের মাঝেই
নব শেখা।

যতো দেখাবে
পথের দিশা,
ততো হবে চেনা,
নব নব পথে হবে
মোর আনাগোনা।

------------------


১-১১-২০১৭ ইং ;
১৪ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।