জীবনে চলার পথে ঘাটে
ঘরে,বাইরে, কাজে কর্মে
আপন কিংবা পর,
নিকট কিংবা দূর;
নিত্য অভিযোজনকালে
চলে সম্পৃক্ততা।
এই দুনিয়া বড় কঠিন।
আরো বড় কঠিন যারা
মুখোস পড়ে ধরেছে
পরিবার কিংবা সমাজের হাল।
তাদের কুনজর এড়াতে,
সুষ্ঠু জীবন যাপনে
এই সম্পৃক্ততা।
কি জানি কখন, কিভাবে,
কে থিতান ভেবে নিংড়ে
ফেলে দেয় আধার থেকে।
নিজের অস্তিত্ব বজায় রাখতে,
অনেক কাঠখড় পুড়িয়ে ও
আজন্ম চলবে এই সম্পৃক্তকরণ।



রচনাকাল :-
০৪-০৪-২০১৮ ইং
২০ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।