কর্ম যেমন করেছ তেমন
ফল তো পেতে হবে।
শুভকর্মের ফল পাবেনা
ভেবেছ কি ভাবে।
কাজে কর্মে একি সাথে
কাটিয়ে ছিলাম কতো।
জানিনেতো তোমার মাঝে
গুনছিল ছিলো শত।
গুণী লোকের গুনসমাদর
হওয়া তো চাই।
যৎ সামান্য আয়োজনে
এই উপহার তাই।
পুরষ্কার ক্ষুদ্র তবুও
করিও মার্জনা।
মহা সমারোহেই দিলাম
এ তোমার যোগ্য সম্বর্ধনা।
---*---
০২-১০-২০১৬ ইং ; ১৪২৩ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।
বি.দ্র. = দিনের পর দিন এক ব্যক্তি সুযোগ পেলেই আমার আরো দুএক জন সম্পর্কে অশ্লীল মন্তব্য করে,বাকিরা শুনে মজা লুটে।
একদিন রাগে ঐ ব্যক্তির কর্মস্থলে গিয়ে সকলের
সামনে জুতা পিটা করে আসলাম..... এ হল সেই
সম্বর্ধনা।