সময় বড় বেসামাল,
সময় সামলাতে গিয়ে
অসময়ে অন্যের কড়া নাড়ি ;
প্রতিত্তরে  জুটতে থাকে
উদাসীনতা আর হীনমন্যতা।

আমার চারপাশে শুধুই খরা।
ঘাসের ডগা শুকিয়ে এখন খড়।
সরু ঠোঁটের আগায় পাখিরা
টানছে  অবিরাম। তাদের ঘরে
সজীবের শুভ  সঞ্চার হবে।
সময়ই তাতে প্রাণ দেবে।

          **-***