তুমিতো বলেই খালাস ;
কাব্যে গভীরতা আনো।

ছাপোষা জীবনে বেঁচে
আকাশের নক্ষত্র ছোঁয়ার
কল্পনায় ডুবেতো আছি,
কিন্তু মুষ্টি খুলে দেখি শূন্য হাত।

অনন্ত কাব্যরসের ভান্ডারে চুবেও
কচু পাতার ন্যায় চমকে দিয়ে রস
ঝরে পড়ে যায় স্ফটিকের মতো
এতটুকু শিহরন লাগিয়ে।

ভয় হয়, গভীরতা খুঁজতে গিয়ে
যদি গভীর খাদে তলিয়ে যাই,
পথিক সে পথ যদি হারায়,
তখন অতল গহ্বরে হবে কি
আমার সলিল সমাধি।

        ****