শিখবো মোরা,লিখবো মোরা
গড়বো নতুন বিশ্ব।
নিরক্ষরতা দূর করিবো
এ নয় কোনো রহস্য।
এসো এসো সকল জাতি
হাতে মিলাই হাত।
জাতি বর্ণ ভেদে দেবো
সবারে ধারাপাত।
নিরক্ষরতার বেড়াজালে
জড়িয়ে ছিলো যারা।
বেঁচে থেকেও প্রতিদিন
তারা যেতো মারা।
আর নয় দুনিয়াতে
অজ্ঞতার আঁধার।
সাক্ষর হবে সকল জাতি
মোদের  অঙ্গীকার।


০৮-০৯-২০১৭ ইং ;
২২ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।