হিসাব হলো আজ ভুল।
সিন্ধান্ত নেওয়া সঠিক হলো না।
ট্রেনে গাদাগাদি করে আছে যাত্রী।
তাই চেপে বসলাম ইঞ্জিনের
একেবারে সাথের কামরায়।
বৃষ্টি মুখর সকাল ছিল,
কিন্তু বেলা বাড়ার সাথে সাথে
রোদে গরমে একশেষ।
পোশাক অনুকূল হওয়া বাঞ্ছনীয় ছিলো।
পোশাক নির্বাচনে আজ নিজের কাছে
নিজেই অজ্ঞতার পরিচয় দিয়েছি।
উল্টো দিকে ফিরে পথ চলা,
আমার কাছে শাস্তি সম।
এ শাস্তি প্রতি মুহূর্তে অনুভব করছি।
ইঞ্জিনের ধোঁয়ার অস্বস্তিকর গন্ধ।
সাথে কান ঝালাপালা করা
ইঞ্জিনের অনবরত হুইসাল।
উফ্,কী সাধের ভ্রমণ চলছে।


০৫-০৮-২০১৮ ইং ;
১৮ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
তেলিয়ামুড়া,দক্ষিণ  ত্রিপুরা
ভারত।