শব্দেরা শঙ্কিত
      দানবের ভয়ে।

দানবেরা উৎ পাতে
     সুযোগের খুঁজে।

ভারতমাতা কাঁদে
    কুসন্তানের দুখে।

কুসন্তান আঘাত হানে
    মমতার বুকে।

মমতা খান খান
    ভগ্নহৃদয় মাঝে।

হৃদয়ে ঢাকে সব
    সময়ের ফাঁকে।

*******