রথ যাত্রা সমারোহে ভক্তি ভক্তদল।
জগন্নাথধামে নামে মানুষের ঢল।
শহর নগর আজ, লোকে লোকারণ্য।
পসারি সাজায়ে রাখে নানাবিধ পণ্য।
ভিড়াভিড়ি লোকেলোকে কতো ঠেলাঠেলি।
শ্রদ্ধা ভরে ভক্তরা করেন কোলাকোলি।
কেহ বা কীর্ত্তন করে কেহ টানে রথ।
কেহ ঠেলে,দড়ি ছোঁয় বন্ধ করে পথ।
জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে।
রথেতে বৈষ্ণব বসে চলে একি পথে।
কেহ বেচে কেহ কিনে, বুবি কলা রথে।
মাঝে মাঝে বুবি কলা লুট পড়ে পথে।
হুড়াহুড়ি ছোটাছুটি রথ আগে পিছে।
ভক্তরা আনন্দে মাতে আষাঢ়ের রথে।


১৪-০৭-২০১৮ ইং ;
২৯ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।