আষাঢের রথের জমেছে মেলা।
লোকে লোকারণ্য।
গড়গড় তুলে রব
ধুলোহীন জনপথে।
বৃষ্টি স্নান ভূমি।
নরনারী টানছে দড়ি।
হরির লুটে খায় গড়াগড়ি।


কিশোরী এক একা ভীড়ে,
মন তার নেই কো রথে।
দুচোখ খুঁজছে কারে
কথা দিয়েছিলো যে...
দেখা হবে আষাঢ়ের রথে
ভীড়ের মাঝে।
গায়ে লাল সার্ট ,
বাঁ হাতে রূপোলী ঘড়ি,
পায়ে কালো জুতো।

কতো কতো লাল সার্ট
ঘুরে চারিপাশে,
ঘড়ি মিলে যদি কভু,
রং নাই মিলে।

খুঁজতে আছে ব্র্যঘ্র হয়ে
ছাড়লো ভীড়ে সঙ্গ,
মাথাগুলো উঁকে মারে
'পা' গুলো সব লুকিয়ে পড়ে।

জগন্নাথে কেঁদে সারা,
জুতো খুঁজেই গেলো বেলা।