হা হা হা,অন্তর থেকেই আমার,
হাসী উদ্গরিত হলো।
কবির মোড়ক তুমিও জড়ালে গা-এ।
নিমেষেই দুটো কবিতা হাকিয়ে দিলে।
দেওয়াল পত্রিকা 'ভাষা' আরো পূর্ণতা পেলো।
আমি শুনে হতবাক্!
এতো সুন্দর ছন্দময় লিখনি,
তা ও এতো তাড়াতাড়ি!
আগে তো কখনো দেখিনি!
কি করে সম্ভব?
দেখে আমি নির্বাক!
এ যে অন্য কবিদের সাধনায় সৃষ্ট
ফসলের অপারেশন।
এই তো সেই দিন ফেইসবুকের পাতায়
কবিতাটি পাঠ করেছিলাম।
কবি নিরঞ্জন দাসের 'গ্রীষ্মের ছুটি'।
শিরোনাম সহ দু-একটা যোগ বিয়োগ....
ইংরেজিতে একেই বলে রিমিক্স।
তুমি রিমিক্স কবি।
বেশ সহজে কবির শিরোপা পাওয়া যাবে।
আইডিয়া তোমার বলিহারি, দুর্দান্ত।
কবিদের ভালো লেখাগুলো সংগ্রহ কর।
সামান্য টক্,ঝাল মিষ্টি বাড়িয়ে কমিয়ে বেস্,
আগামী নোবেল পুরুষ্কারটা হয়তো
তোমার দিকেই যাবে। তৈরি থেকো।
........