গভীর রাতে বাজলো ফোন,
কেঁপে উঠলো বুকের কোণ।
ভয়ে ভয়ে বললাম হ্যালো,
পুরুষ কন্ঠ ভেসে এলো।
কেমন আছো জিজ্ঞেস করে,
সম্বোধনে নামটি ধরে।
তুমি করে বলতে থাকে,
ভালোবাসা জানায় ফাঁকে।
নিজ পরিচয় রাখে গোপন,
আমায় নাকি দেখে স্বপন।
ব্যাটা ভাই বড্ড হ্যাংলা,
মনে হয় খেয়েছে বাংলা।
ফোন কাটিলেই আবার রিং,
মিসকল মারে টিং টিং।
হায়রে বড্ড জ্বালায় ব্যাটা ,
মন্দ কথাও বলে ঠ্যাটা।
লোকটা আস্ত বেশরম,
শুনিয়ে দিলাম গরম গরম।
নিরুপায়ে দিলাম লক,
ব্যাটার ফোনের নাম্বার ব্লক।
রচনাকাল :-
২৩-০৩-২০১৮ ইং
৮ চৈত্র, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।