সত্তর ও আশির দশক ঘুমিয়ে কেটে গেল।
মনে নেই সে ঘুমে এইটুকু স্বপ্ন ছিল কিনা।
যখন রঙ্গিন স্বপ্ন দেখতে সবে শুরু হলো।  
পূজোর ফুলের মতো কুড়িয়েছি দু-হাতে।

মন কাড়তো মায়ের শাড়ির লাল জড়ির পাড় ।
পুতুলের পড়নে জড়ির শাড়ি  দারুন মানাতো।
বাহারি শাড়ি পড়ে কতো পুতুল শ্বশুর বাড়ি
গেছে আমার হাত ধরে সংসার করবে বলে।

হঠাৎ একদিন নিজেকে পুতুল সাজিয়ে দিলো।
রশির টান-ঢিলে খেলতে থাকলো অনবরত।
সতীর দেহের মতো টুকরো হলো কুড়ানো স্বপ্ন।
ভাঙ্গা জুড়ে দিতে কতো এলো আর গেল।

দাবানল জ্বলে উঠল দাউ দাউ করে চারদিকে।
সুবিধাবাদী সবাই পালালো যে যার পথে।
কিছু মাংসাশী পশু ঠায় রাতজাগে চারপাশে।
পোড়া মাংসের গন্ধ টানে আর রঙ্গিন স্বপ্ন দেখে।

                            *****