শীতল পরশ
      জাগায় হরষ
              রজনী গন্ধা রাতে।

শিশির বিন্দু
       আকাশ ইন্দু
             ঝলমল জ্বলে তাতে।

প্রেমীক হৃদয়
         সদাই সদয়
                  প্রেমালাপে মজে রসে ।

প্রেমহীন নর
        বড় অনাদর
                জ্যোছনায় ধোঁকে বসে।


খোলা বাতায়ন
           জ্ঞানী ভাষণ
                        নাহি তার প্রয়োজন।

পেয়ালা হাতে
        রাঙ্গিয়ে তাতে,
                   পরিপাটি আয়োজন।
                 .........