হোলী এলো বুঝি দ্বারে,
খেলবে রঙ্গের খেলা।
আমাদের দ্বার নেই
সব দিক খোলা।
পার্লারেতে সেজে গুঁজে
কাপড় পড়ে সাদা ।
রংবাহারি ফুলের মালা
দিদির খোঁপায় বাঁধা।
আমার বোনের চোখে জল
উনুনে ফুঁ দিতে,
গাঁদা ফুলের মালা নেই
মাথায় বাঁধা ফিতে।
শত ছেড়া বসন তার
গাঁইট স্থানে স্থানে।
রং বিহীন বসন্ত তার
বাদ্য বিহীন গানে।
রোদে বৃষ্টিতে পোড়া দেহ
মায়াবী তার চোখ ,
আবির বিহীন হোলী তার
ধূলায় ভরা মুখ।
রচনাকাল :-
২৩-০২-২০১৮ ইং
১০ ফাল্গুন, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।